সাম্প্রতিক শিরোনাম

চার ভাই মিলে খুন করলো ছোট ভাইকে!

কক্সবাজারের রামুতে জমি নিয়ে বিরোধের জের ধরে গোলাম কাদের (৩২) নামে এক যুবক খুন হলো আপন ভাইদের হাতে! এ ঘটনায় নিহতের এক ভাই আবদুন্নবীকে আটক করা হয়েছে বলে জানাগেছে।
পুলিশ সংবাদ মাধ্যমে জানান, গত মঙ্গলবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে চার ভাই মিলে গোলাম কাদেরের ওপর হামলা চালায়। এ ঘটনায় গোলাম কাদের গুরুতর আহত হন। পরে হামলাকারীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হলে হামলাকারীরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, হত্যাকাণ্ডে নিহতের আপন চার ভাই প্রবাসী ওসমান গণি, আবদুর রহমান, আবদুর রহিম ও আবদুন্নবী জড়িত রয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গতকাল বুধবার সকালে কক্সবাজার সদর হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে দুপুরের দিকে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কাউয়ারখোপ ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার জহির উদ্দিন স্থানীয় সংবাদ কর্মীদের বলেন, স্থানীয় মৃত আবদুল হাসিমের ছয় ছেলের মধ্যে চতুর্থ গোলাম কাদের। কিছু দুষ্কৃতকারীর যোগসাজসে তার ভাইরা মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তিনি আরো বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নিহতের ভাই আবদুন্নবীকে পাশ্ববর্তী রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল গ্রামে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে আবদুন্নবীকে পুলিশের কাছে সোপর্দ করে। নিহতের আরেকভাই মো. আবদুল্লাহ এ ঘটনায় জড়িত নন বলে জানান তিনি।
উল্লেখ্য, নিহত গোলাম কাদের তিন মাস পূর্বে বিয়ে করেন। তিনি কৃষি কাজ করতেন। নিহতের মামা কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হোসেন জানান, গোলাম কাদের ছোটকাল থেকেই নম্র স্বভাবের ছিলেন।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...