নাজিবুল্লাহ, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ২নং সাচড়া ইউনিয়নে মরণঘাতী করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন রকমের কার্যক্রম চালিয়ে যাচ্ছে “তেতুলিয়া সামাজিক সংঘ” নামক একটি সেচ্ছাসেবী সংগঠন ৷
কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে স্থানীয় দরুন বাজারে মাইকিং, লিফলেট, জিবানুনাশক হ্যান্ড ওয়াশ, মাস্ক বিতরণ, জীবানুনাশক দিয়ে মসজিদ সমূহ পরিস্কার এবং বাজারের রাস্তা সমূহ জীবানুমুক্ত করতে স্প্রে করেছে সংগঠনটির সদস্যরা ৷ সব ধরনের সতর্কতা অবলম্বন ও নিজেরা নিরাপদ থেকে তারা এ কার্যক্রম পরিচালনা করেন ৷
এসময় পথচারী, দোকানদার, রিক্সা চালক, অটো চালক, গাড়ী ড্রাইভারদের মাঝে বিনা মূল্যে মাস্ক ও জীবানুনাশক সাবান বিতরণ করা হয় ৷ এবং সর্বদা জনসমাগম এড়িয়ে নিজ নিজ বাসায় থাকতে বলা হয় ৷
এর আগে প্রধান অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা এ কার্যক্রমের উদ্ভোধন করেন ৷ এসময় বিশেষ অতিথি হিসেবে ইউপি সচিব মইন উদ্দিন চৌঃ উপস্থিত ছিলেন ৷ এছাড়া রিয়াজ সিকদার, মাওঃ রিয়াজ মাহমুদ, জিএম.শাওন, জেএম.মমিন, রাকিব আল-হাসান,সম্ভুনাথ, ইমরুল হাসান, কালাম খাঁন, মোছাদ্দেক, সবুজ ঢালী, আল আমিন, আজগর আলীসহ সকল সদস্যবৃন্ধ উপস্থিত ছিলেন ৷
“তেতুলিয়া সামাজিক সংঘের” আহব্বায়ক সিয়াম মৃধা জানান, বিশেষ করে আমাদের ইউনিয়নের কেউ যাতে এই ভাইরাসে আক্রান্ত না হয় তাই আমরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এমন কার্যক্রম হাতে নিয়েছি ৷ আমাদের এ কার্যক্রম ইউনিয়নের প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে চলবে ৷
উল্লেখ্য, সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান,বাল্য বিবাহ প্রতিরোধ,মাদক বিরোধী কর্মকাণ্ড ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।