ঈশ্বরদী ও দাশুড়িয়ার রাজপথে কোথাও কেউ নেই। স্বাধীনতা দিবসে এমনটি আগে কখনো হয়নি।
মহামারি করোনা থমকে দিয়েছ শহরটাকে।
এ রোগে ইতোমধ্যেই দেশে প্রাণ হারিয়েছেন ৭ জন। বিশ্বে এ সংখ্যাটি ২১ হাজারের অধিক। প্রতি ঘন্টায় বাড়ছে মৃত্যুর মিছিল। এ দিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আজ থেকে সারাদেশের মতো ঈশ্বরদী উপজেলার গণপরিবহন বন্ধ রয়েছে।
এ দিন সকাল থেকে শহরের কিছু প্রাইভেটকার ছাড়া কোনো গণপরিবহনের দেখা মেলেনি।
শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃংখলাবাহিনী অবস্থান নিয়েছেন। মোটরসাইকেল ও প্রাইভেটকার দেখলেই থামাচ্ছেন পুলিশ সদস্যরা।
জানতে চাচ্ছেন কেন বের হয়েছেন, কোথায় যাচ্ছেন? ঈশ্বরদী বাজার, রেলগেট, আলহাজ্ব মোড় দাশুড়িয়া নতুন হাট ও রূপপুর বিবিসি বাজার এলাকার সড়ক ঘুরে দেখা যায় সুনসান নীরবতা। চলছে না গণপরিবহন।
অ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে নিয়োজিত কিছু গাড়ি ছাড়া রাস্তাঘাটে অন্য কোনো যানবাহনও চোখে পড়েনি।
সাম্প্রতিক / সম