২৬শে মার্চে রাশিয়ান মিডিয়া ইতার তাস এক তথ্য দেয় যে, রাশিয়ার নতুন প্রজন্মের লং রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম এস-৫০০ এর সকল উপাদানের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তাছাড়া চলতি ২০২০ সালে এস-৫০০ এর সম্পূর্ণ সিস্টেমের বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন করা হবে এবং আগামী ২০২৫ সালের দিকে তা রাশিয়ার সামরিক বাহিনীর হাতে চূড়ান্তভাবে তুলে দেয়া হবে এবং পরবর্তী ২৫ বছর এটি রাশিয়ান সামরিক বাহিনীকে এয়ার সাপোর্ট দিয়ে যাবে। তবে ২০১৯ এর ডিসেম্বরে রাশিয়া এর শেষ বার পরীক্ষা করেছিল।
রাশিয়ার এস-৫০০ এয়ার ডিফেন্স সিস্টেমটির মিসাইলের রেঞ্জ প্রায় ৬০০ কিলোমিটার যা কিনা স্টিলথ প্রযুক্তির বাধা এড়িয়ে একই সাথে ১০টি ব্যালিস্টিক মিসাইলের টার্গেট শনাক্ত করতে সক্ষম এবং নিরাপদ দুরুত্বে ১০০ কিলোমিটার উচ্চতায় ধ্বংস করতে সক্ষম বলে জানানো হয়েছে। এস-৫০০ ডিফেন্স সিস্টেমের মিসাইলের গতি পার সেকেন্ডে ৭ কিলোমিটার এবং এটি পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা শত্রু পক্ষের স্যাটালাইটও কিন্তু ধ্বংস করতে পারবে বলে মনে করছেন রাশিয়ার সামরিক প্রযুক্তিবিদেরা। অন্যদিকে, রাশিয়া হয়ত তার নিজস্ব প্রযুক্তির এস-৫০০ এয়ার ডিফেন্স সিস্টেম সার্ভিসে আনার মাধম্যে রাশিয়া কার্যত অদূর ভবিষ্যতে তারকা যুদ্বের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। আবার রাশিয়ার তরফে এমনও বলা হচ্ছে যে, আকাশে উড্ডয়নরত একটি মাছিও এই এস-৫০০ এয়ার ডিফেন্স সিস্টেমের নজর থেকে এড়িয়ে যেতে পারবেনা।
তাছাড়া হাইপারসনিক গতির এরিয়াল সিস্টেম এবং মিসাইলকে কার্যকরভাবে প্রতিহত করার জন্য এটিকে সার্ভিসে আনা হতে পারে। রাশিয়ার তরফে বলা হয়েছে যে, এস-৫০০ (এবিএম) এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ পথে আগত সমস্ত কিছুকেই একেবারেই ধ্বংস করতে সক্ষম। তার মধ্যে যে কোন ধরণের ড্রোন, স্টিলথ জেট ফাইটার, বোম্বার, ইন্টার কন্টিন্যান্টাল ব্যালেস্টিক মিসাইল এবং এমনকি পৃথিবীর কাছাকাছি কক্ষপথে থাকা স্যাটালাইটকেও ধ্বংস করে দিতে সক্ষম হবে।