২৭এ ফেব্রুয়ারী, ২০০৪এ হুমায়ুন আযাদের ওপর যখন আক্রমণ হলো, বাঙলাদেশ যেনো এক ভাবুক উদাসীন দার্শনিক বনে গ্যালো, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী… যতো বড় প্রগতিশীল, ততোবড় ভাবুক।
আশ্চর্য্য ও ন্যাক্কারজনক সত্য যে সে’সময় ঐ ঘটনার কোন প্রতিবাদ হয়নি। চিকিৎসালয়ে প্রিয় লেখক একা একা মৃত্যুর সাথে লড়ছিলেন।
হতাশ আর ক্ষুদ্ধ হয়ে আমি, দীপন, মিঠু আর লুবনা সারারাত হাতে বানানো পোষ্টার তৈরী করলাম,দীপন আঁকিয়ে, মিঠু চিত্রালংকরক, লুবনা সার্বিক তত্ত্বাবধানে আর আমি আয়োজক।
পরদিন সকালে খুলনা শহরের উল্লেখযোগ্য জায়গাগুলোতে পোষ্টারগুলো লাগানো হলো। সেদিন বোধহয় শুক্রবার ছিলো, আটরশী বা কারো বিশাল জনসভা ছিলো বড়মাঠে।
পোষ্টারগুলো টেকেনি। বাঙলার ইসলামপ্রিয় তৌহিদী জনতা অচিরেই সেগুলো ছিঁড়েফেড়ে দিয়েছিলো। কিন্তু আমরা ৪ জন অন্তত ঔদিনটাকে কখনো অনুশোচনার চোখে দেখিনা, আমাদের ক্ষুদ্র সামর্থ্য আর সদিচ্ছা নিয়ে আমরা সামনে এগিয়ে এসেছিলাম যা অন্যায় জানতাম তার প্রতিবাদ করতে।