করোনার উপসর্গ সন্দেহ হলে  যোগাযোগ করুন এই নম্বরে

জীবন বিনাশী একুশ শতকের ভয়াবহ মহামারী করোনা ভাইরাস! ঘরে বসে করোনাভাইরাস–সংক্রান্ত তথ্য পেতে সরকারের একাধিক প্রতিষ্ঠান হটলাইন নম্বর চালু করেছে। এই নম্বরগুলো দিনরাত ২৪ ঘণ্টার যেকোনো সময় বিভিন্ন স্বাস্থ্যসেবা ও করোনার লক্ষণ ও উপসর্গ জানালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।

আইইডিসিআরের হটলাইন নম্বর: নম্বর হলো ১০৬৫৫, হান্টিং নম্বর -০১৯৪৪৩৩৩২২২- এই নম্বরে কল দিলে আইডিসিআরের ১৭ টি নম্বরের যেটি ফাঁকা থাকবে সেটিতে কল চলে যাবে।
স্বাস্থ্য অধিদফতরের হটলাইন নম্বর: ১৬২৬৩।
স্বাস্থ্য বাতায়ন হটলাইন নম্বর: স্বাস্থ্য অধিদফতরের একটি সেবা কার্যক্রম স্বাস্থ্য বাতায়ন, এর হটলাইন নম্বর ৩৩৩।