গত ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ও মৃত্যু নেই। করোনাভাইরাসে দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে মোট ১০৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। ফলে আক্রান্তের সংখ্যা ৪৮ জন। নতুন কারো মৃত্যু না হওয়াশ মৃত্যুর সংখ্যা আগের মত ৫ জনেই রয়েগেছে। তবে অগ্রগতি আছে সুস্থ হওয়ার ক্ষেত্রে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট এক হাজার ১৮৫ জনের পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত হয় ৪৮ জনের। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে, ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং বাকিরা হাসপাতালে আছে। আজ ২৯ মার্চ রবিবার দুপুর ১২ ঘটিকায় সরকারের পক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।















