বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ আইইডিসিআর জানিয়েছেন গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে আরো ১ জনের নতুন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া আগে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরো ৪ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।সর্বমোট করোনা মুক্ত হয়েছেন ১৯ জন।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দেশের সবশেষ পরিস্থিতি জানাতে আজ ৩০ মার্চ সোমবার দুপুরে অনলাইন লাইভ ব্রিফিংয়ে আসেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এ সময় ফ্লোরা বলেন, গত ২ দিন নতুন আক্রান্ত ছিলোনা বলে বাংলাদেশ ঝুঁকি মুক্ত তা ঠিক নয়। আপনারা ঘরে থাকুন ঘর থেকে বের হবেন না। স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। বিশেষ করে ৬০ উর্ধ্বো বয়স্কজনরা শুধু বাড়ী নয় একটি নির্দিষ্ট কক্ষে থাকুন।
তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষ করে বেক্সিমকোর প্রতি পিপিই প্রদানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এনিয়ে বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া মোট ৪৯ জনের মধ্যে ১৯ জন সুস্থ হলেন।