দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ জন। ফলে ভাইরাসটিতে আক্রান্তর সংখ্যা ৫১ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সন্দেহে ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।আরো ৬ জন সুস্থ্য হয়ে উঠেছেন।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দেশের সবশেষ পরিস্থিতি জানাতে আজ ৩১ মার্চ মঙ্গলবার বিকেল ৩ঃ৩০ ঘটিকায় অনলাইন লাইভ ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে নতুন করে ২ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১ জনে। আর আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরো ৬ জন সুস্থ হয়ে উঠেছেন এপর্যন্ত ২৫ জন সুস্থ্য হলেন।
জনগণের প্রতি অনুরোধ জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, “আপনাদের সবার অংশগ্রহণ অনুরোধ করছি। আপনাদের ঘরের ভেতর থাকা অত্যন্ত জরুরি। সরকার যেসব আদেশ-নির্দেশনা দিয়েছে, সেগুলো পালন করুন। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করে বের হোন।”
গত ৮ মার্চ সর্বপ্রথম বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়। ১৮ মার্চ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর আরও ৪ জনের মৃত্যু হয়। তবে সবশেষ কয়েকদিনে বাংলাদেশে নতুন করে আরও বেশ কয়েকজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হলেও মৃত্যুর কোনও খবর আসেনি। দেশে এখন মোট আক্রান্ত ৫১ জনের মধ্যে ৫ জন মারা গেছেন, সুস্থ হয়েছেন ২৫ জন।