দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘনটায় আরও ২ জন আক্রান্ত হয়ে মোট ৫৬ জন আক্রান্ত হলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান আজ প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে দুজনের দেহে কোভিড-১৯ (করোনাভাইরাস) পাওয়া গেছে। আক্রান্ত দুজনই পুরুষ। এঁদের মধ্যে একজনের বয়স ৩০ থেকে ৪০ বছর। আরেকজনের বয়স ৭০ থেকে ৮০ বছর। তাদের কন্টাক্ট ট্রেসিং আমরা পাইনি।
ডা. মো. হাবিবুর রহমান জানান, ঢাকায় ছয়টি, ঢাকার বাইরে চারটি প্রতিষ্ঠানে কোভিড-১৯ রোগীর পরীক্ষা করা শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন থেকে প্রতিটি উপজেলা থেকে অন্তত দুটি করে নমুনা সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন।