বরাবরের মতোই সংকট ও ঝুঁকিপূর্ণ কাজে বাংলাদেশ পুলিশের সদস্যরা প্রাগ্রসর ভূমিকা পালন করে থাকে, তারই ধারাবাহিকতায় বৈশ্বিক এই করোনা পরিস্থিতিতে মৃত ব্যক্তির যথাযথ সম্মানের সাথে দাফন নিশ্চিত করতে উপস্থিত থাকছে বাংলাদেশ পুলিশের সদস্যরা।
এমনকি স্বাভাবিক সর্দি-জ্বরে কোনো নাগরিক মারা গেলেও, এগিয়ে আসছেন না কাছের মানুষেরাও। তাতে কী! নিজ জীবনের ঝুঁকি নিয়ে দাফন প্রক্রিয়া সম্পন্ন করতে নানা প্রক্রিয়ার সাথে সম্পৃক্তও থাকছে বাংলাদেশ পুলিশের সদস্যরা। দুই-একটি চিত্র সামাজিক মাধ্যমে আসছে, কিন্তু এরকম অনেক চিত্রই থেকে যায় অনেকের অগোচরে।
একই সাথে করোনায় মৃত ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যরা যাতে আক্রান্ত না হন, সে ব্যাপারে লকডাউন ও হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে অহর্নিশ নির্মোহভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।