মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ ইতিমধ্যেই বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পরেছে নোভেল করোনা (কোভিড-১৯) ভাইরাস। যার মধ্যে রয়েছে বাংলাদেশও। এখন পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে ৬১ জন আক্রান্ত ও ৬ জনের মৃত্যু হয়েছে। সরকার করোনা ভাইরাস প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণ করেছে। করোনা ভাইরাস প্রতিরোধে দেশে অঘোষিত লকডাউন করা হয়েছে। শুধুমাত্র ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় দোকান ও স্থান বাদে বাকী সব বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। মানুষকে বাসা থেকে বের হতে নিরুৎসাহিত করা হয়েছে।
কিন্তু এই পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছে দিনে এনে দিনে খাওয়া,দরিদ্র-অসহায় জনগোষ্ঠী। কর্মস্থলে যেতে না পারায় তাদের রোজগারও বন্ধ হয়ে গিয়েছে। ফলে তারা খাদ্য সংকট সহ নানা ভোগান্তিতে রয়েছে।
এসব দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাড়িয়ে তাদের খাদ্য সামগ্রী বিতরণ করেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল রহমান। আজ ৩ এপ্রিল,২০২০ (শুক্রবার) মানিকগঞ্জের প্রাণকেন্দ্র গঙ্গাধরপট্টি এলাকার দরিদ্র জনগোষ্ঠীর প্রায় ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল রহমান।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জুয়েল রানা,সাবেক সদস্য জান্নাত হোসেন সজীব,দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক রুবেল হোসেন,মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জুবায়ের রহমান,মানিকগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নবাব সিরাজউদ্দৌল্লা, মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক শুভ ও পৌর ছাত্রলীগ নেতা অমি সাহা,খন্দকার,হাসান, সমিত, শাহাদাৎ, অলক,দীপন,শাকিল,আরমান,রাকিব সহ অসংখ্য নেতাকর্মী।
এবিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল রহমান বলেন,বর্তমানে দেশের করোনা পরিস্থিতিতে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দরিদ্র জনগোষ্ঠী চরম ভোগান্তির মধ্যে রয়েছে। তাদের ভোগান্তি নিরসণে আমরা তাদের খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য,প্রায় শতাধিক পরিবারে ২ কেজী চাউল,১ পোয়া ডাল,আধা কেজী পিয়াজ,১ পোয়া মরিচ,১ কেজী আলু,আধা কেজী লবন,১ টি করে সাবান দেওয়া হয়েছে