করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে উপজেলা প্রশাসনকে সহায়তায় শুক্রবার (০৩ এপ্রিল) বিকেল থেকে জনগনের মাঝে সচেতনতামূলক প্রচারসহ রাস্তায় রাস্তায় ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানি ছিটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দুইটি ইউনিট।
এদিকে সচেনতার অভাবে চার ব্যবসায়ী ও ২ পথচারীকে ৮ হাজার ৭০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল অভিযানে নেতৃত্ব দেন। সাথে ছিলেন সেনাবাহিনীর মেজর মোস্তফা জামান ও লেফটেন্যান্ট সামিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। তারা উপজেলার কয়েকটি বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে জনগণকে সচেতন ও সতর্ক করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল বলেন, মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে কঠোর অবস্থানে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। এখন নিয়মিত টহল দেবে সেনাবাহিনী। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে জীবাণুনাশক স্প্রে করছেন সেনা সদস্যরা।