শতাব্দীর ভয়াবহ মহামারী করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের জন্য ১০০ মিলিয়ন (১০ কোটি) মার্কিন ডলার বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮শত ৫০ কোটি টাকা ঋণ প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।
আজ ৪ এপ্রিল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনায় আক্রান্ত, সন্দেহভাজন, করোনাভাইরাসের ঝুঁকিতে থাকা জনগণ, মেডিকেল ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি, মেডিকেল ও পরীক্ষার সেবা সরবরাহ এবং সর্বোপরি জাতীয় চিকিৎসা সেবার ক্ষেত্রে ঋণের এই অর্থ খরচ করা হবে।
এ বিষয়ে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘করোনাভাইরাস মোকবিলায় বিশ্ব ব্যাংক বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করছে। এ অর্থায়ন করোনাভাইরাসের মহামারি ঠেকাতে বাংলাদেশের জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে।’
পাঁচ বছর গ্রেস (বিরতি) দিয়ে ৩০ বছরে বাংলাদেশকে এই ঋণ পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন বিশ্বব্যাংক।