সাম্প্রতিক শিরোনাম

১৪ এপ্রিল পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ

বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ সকল ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে ১৪ এপ্রিল পর্যন্ত।
এর আগে এই নিষেধাজ্ঞা ছিল ৩১ মার্চ পর্যন্ত। তবে ৩১ মার্চের পরও অঘোষিতভাবে সকল ফ্লাইট বন্ধ ছিল।
বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো: মোকাব্বির হোসেন এই তথ্য গণমাধ্যমকে জানিয়ে বলেন, ১৪ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশ বিমানের সব ধরণের কার্যক্রমই বন্ধ থাকবে।
এটা বাড়ানো হতে পারে কি না সে বিষয়ে এখনই মন্তব্য করতে পারছেন না বাংলাদেশ বিমানের উর্ধ্বতন এই কমকর্ত। এই বিষয়ে তাঁরা তাকিয়ে আছেন সরকারের দিকে।ন”সরকার যে ধরণের সিদ্ধান্ত নেবে এমন সময়ে সে অনুযায়ীই আমরা কাজ করছি এখন, আমরা যা সিদ্ধান্ত নেবো সেটা সরকার থেকে নিশ্চিত হয়েই নেবো।”
এর আগে ২১ মার্চ ১০ দিনের জন্য ১০ টি দেশের সাথে বিমান চলাচল বন্ধ করেছিলেন বাংলাদেশ বিমান। ৩১ মার্চ পর্যন্ত ছিল সেই নিষেধাজ্ঞা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তৌহিদুল আহসান সংবাদ মাধ্যমে বলেন, “এখন শুধু চীনের সাথে যোগাযোগ আছে। বাকি দেশগুলোর সাথে বাংলাদেশ থেকে বিমানের যোগাযোগ ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।”
তবে এই নিষেধাজ্ঞা বাড়বে। কিন্তু কত তারিখ পর্যন্ত হবে তা এখনই বলতে পারছেন না বিমানবন্দরের এই কর্মকর্তা।
এর আগে ২১ মার্চ মি: তৌহিদুল আহসান বলেছিলেন, “‘আমরা দেখতে পেয়েছি, করোনাভাইরাসের কারণে কয়েকটি দেশ থেকে লোক বেশি আসছে। এ কারণে এসব রুটের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে এসব দেশ থেকে বাংলাদেশে কোন ফ্লাইট আসতে পারবে না”।
তিনি জানান, এসব দেশ হলো কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। এসব দেশ থেকে আসা কোন বিমান বাংলাদেশে নামতে দেয়া হবে না।
এর ফলে কার্যত বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে যায়। কারণ বিশ্বের প্রধান এয়ারলাইন্সগুলো এসব দেশ হয়েই বিমান চলাচল করে থাকে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...