করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুর মহল্লার একটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। রোববার (০৫ এপ্রিল) বিকেলে বাড়িটি লকডাউন করা হয়।
জানা গেছে, পৌর সদরের দক্ষিণ রাঘবপুর হাজী জলিল উদ্দিন সড়কের আসলাম হোসেন নামে মৎস্য ব্যবসায়ী বেশকিছুদিন ঠান্ডাজনিত নিউমোনিয়ায় ভুগছেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে প্রশাসন তার বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন জানান, প্রাথমিকভাবে তার নমুনা পরীক্ষার জন্য সোমবার (০৬ এপ্রিল) রাজশাহীতে পাঠানো হবে। তবে স্থানীয় চিকিৎসক দ্বারা তার সাথে কথা বলে জানা গেছে তিনি নিউমোনিয়া রোগে ভুগছেন। তার বয়স ৫৫ বছর। তবু বিষয়টি নিশ্চিতের জন্য তার করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তাকে বাড়িতেই থাকতে হবে। তার সমস্ত কিছু উপজেলা প্রশাসন কর্তৃক সরবরাহ করা হবে।
সাম্প্রতিক / সম