গাজীপুর জেলার টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯টি ঝুটের গুদাম পুড়ে গেছে। চেরাগআলী এলাকার ফাইসন্স রোডে রোববার রাত ৯টায় লাগা এ আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ফাইসন্স রোডে এলাকায় টিনশেডের ঝুটের ছোট বড় অর্ধ শতাধিক গুদাম রয়েছে। রোববার রাত সোয়া ৯টার দিকে একটি গুদামে আগুনের সূত্রাপাত হয়ে দ্রুতই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আগুন পাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
“পরে টঙ্গী ও উত্তরা স্টেশনের কর্মীরা গিয়ে সাড়ে রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে মালামালসহ ঝুটের প্রায় ২৯টি গুদাম পুড়ে যায়। ”
মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।