লকডাউনের কারণে পশ্চিমবঙ্গে আটকে পড়া আরও ৪৪ বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। গত ৪ দিনে এ পর্যন্ত ১৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন এবং ফেরার অপেক্ষায় আছেন আরও অনেকেই। আজ সোমবার তারা বিশেষ ব্যবস্থায় দেশে ফেরেন বলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান।
ইমিগ্রেশনে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ‘আজ দুপুরে ফেরত আসা ৪৪ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে বেনাপোলে পৌর কমিউনিটি সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টিন শেষে তারা বাড়ি ফিরে যেতে পারবেন।’
এছাড়া গত শনিবার সকালে ভারত থেকে আসা ৩৫ জনের মধ্যে ৫ জনের শরীরে উচ্চ তাপমাত্রা ছিল। তাদেরকে হাসপাতালে আইসোলেশনে রাখার ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগ।