কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলার সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবে সর্বজন স্বীকৃত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুস্তম আলী ১৯৬৯ সালে করিমগঞ্জ ছাত্র সংগ্ৰাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ১৯৭৩ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ করিমগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সহ-সভাপতি হিসেবে ২০০২ সাল পর্যন্ত দ্বায়িত্ব পালন করে অদ্যাবধি করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ছায়া প্রদান করে যাচ্ছেন। ১৯৯৮৪ সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে একটি প্রজেক্টের শতভাগ কাজ করেও ৫০০ মণ উদ্বৃত্ত গম রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে সততার সাক্ষ্য রেখে গেছেন।
ছোট ভাই মোঃ আজিজুল ইসলাম দুলাল পদ-পদবিতে না থেকেও আওয়ামী লীগের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মিটিং সমাবেশকে সাফল্যমন্ডিত করার জন্য দল বলে উপস্থিত থাকাই ছিল তার কাজ। তারই সুযোগ্য সন্তান আতাউল গণি কৌশিক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের ছাত্র বৃত্তি সম্পাদক। ছোট ভাই মোঃ আহসান হাবীব ১৯৮২ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ করিমগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দ্বায়িত্ব পালন করে অদ্যাবধি মুজিব আদর্শ বুকে ধারণ করে আছে। ছোট ভাই মোঃ কায়কোবাদ আরেক ছোট ভাই মোঃ এবাদুল হক এবাদের সার্বক্ষণিক সঙ্গী হয়ে পাশে থেকে সত্যি বলতে গেলে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য এবং সার্বক্ষণিক এলাকার সাধারণ মানুষের পাশে থেকে শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে সাহায্য করে যাচ্ছেন।
ছোট ভাই মোঃ এবাদুল হক এবাদ (বঙ্গবন্ধু পুরষ্কার স্বর্ণপদক প্রাপ্ত) ১৯৯০ সালে গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের বিচিত্রা ও আপ্যায়ন সম্পাদক ছিলেন। ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন অবস্থায় আছেন। ভাতুষ পুত্র আতাউল গণি কৌশিক একুশে হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের ছাত্র বৃত্তি সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
ভাগ্নে মোঃ শফিকুল ইসলাম শফিক বাংলাদেশ ছাত্রলীগ করিমগঞ্জ কলেজ শাখার সাবেক সভাপতি। মুজিব আদর্শ বুকে নিয়ে বর্তমানে তিনি জাপানে অবস্থান করছেন। ভাগ্নে এ্যাডভোকেট মোঃ জাকির হোসেন রাসেল কিশোরগঞ্জ জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও করিমগঞ্জ উপজেলা সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।মুক্তিযোদ্ধা ও মুজিব আদর্শের রক্তে প্রবাহিত তাহারই পুত্র আহম্মেদ গণি তনয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যায়নরত।
উল্লেখ্য যে, করিমগঞ্জ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নবী নেওয়াজ ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুস্তম আলী সাহেবের মামা। দুর্নীতি যে পরিবারকে স্পর্শ করতে পারে নাই এবং মুজিব আদর্শ থেকে এই পরিবার কখনোই বিচ্যুত হয় নাই। সকলের কাছে দোয়া চেয়েছেন এই পরিবারের জন্য।