জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দলীয় দুইজন সংসদ সদস্য দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার সরকারি ব্যয় কমানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংসদ সদস্য হিসাবে আগামী তিন মাসে প্রাপ্য তাদের বেতন-ভাতা-সুযোগসুবিধাদির সমুদয় এবং পরবর্তী নয় মাসের বেতন-ভাতা-সুযোগসুবিধাদির অর্ধেক পরিমাণ সরকারের করোনা তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
আজ জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) এর দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও উক্ত বার্তায় বলা হয় হাসানুল হক ইনু এমপি ও শিরীন আখতার এমপি আশা প্রকাশ করে বলেন, সকল মাননীয় সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি ব্যয় কমানোর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসবেন এবং মাননীয় স্পীকার এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন।