করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির বিরুদ্ধে যুদ্ধ করা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং দেশের অন্যান্য কর্মীদের জন্য সরকারের বিশেষ প্রণোদনা দেয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী জানান, “আমাদের সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, যারা করোনা সেবায় অবদান রেখেছেন, তাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শেখ হাসিনা বলেন, এই কাজে যারা সবসময় নিয়োজিত ছিলেন তাদের তিনি শুধু ‘খালি মুখে ধন্যবাদ’ দিতে চান না।
“আমি তাদেরকে পুরস্কৃতও করতে চাই। যে সমস্ত সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কভিড-১৯ সংক্রমণের শুরু থেকেই চিকিৎসা সেবা প্রদানে প্রত্যক্ষভাবে কাজ করছেন, তাদের তালিকা করার জন্য ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি।”
দেশের এমন পরিস্থিতিতে এই সাহসী স্বাস্থ্যকর্মীদের ‘উৎসাহ’ দেওয়া প্রয়োজন মন্তব্য করে সরকারপ্রধান বলেন, “উৎসাহের সাথে সাথে আমি একটা সম্মানিও দিতে চাই।
দায়িত্বপালনকালে যদি কেউ কভিড-১৯ এ আক্রান্ত হন, তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা সরকার নেবে বলে জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, “তাদের জন্যও একটা স্বাস্থ্য বীমা আমরা করে দেব। যারা আক্রান্ত হয়েছেন, তাদের জন্য ৫ থেকে ১০ লক্ষ টাকা, অর্থাৎ পদমর্যাদা অনুযায়ী ৫ থেকে ১০ লক্ষ টাকার একটা স্বাস্থ্যবীমা আমরা করে দেব। “মৃত্যুর ঝুঁকি আছে বা কেউ যদি খোদা না করুক মৃত্যুবরণ করেন, তাদের জন্য এই বীমাটা আমরা ৫ গুণ বৃদ্ধি করে দেব।”