র‍্যাব মহাপরিচালক হলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) হয়েছেন সিআইডির প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।আজ ৮ এপ্রিল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশ জারি করে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) মু. মোহসিন চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে জানান।
সিআইডির নেতৃত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর। সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে জন্ম নেয়া এই পুলিশ কর্মকর্তা ২০২৩ সালের ১১ জানুয়ারি অবসরে যাবেন। 
র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা বেনজীর আহমেদকে পুলিশ মহাপরিদর্শক নিয়োগ দেয়া হয়েছে। আবদুল্লাহ আল মামুন বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।