দেশ করোনা শনাক্তের এক মাস পূর্তির পর গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। এ নিয়ে করোনায় মোট২১ জনের মৃত্যু ও ৩৩০জন আক্রান্ত হলেন।
আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালিক বলেন এ তথ্য জানান।
জীবন বিনাশী এই ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ভাইরাস শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৭৯১ জনের শরীরে। সেখানে মারা গেছেন ১৪ হাজার ৮০২ জন আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৪ হাজার ৫৮ জন। স্পেনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ২২০ জন এবং মারা গেছেন ১৪ হাজার ৭৯২ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ হাজার ২১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ১৭ হাজার ৬৬৯ জন। সুস্থ হয়েছেন ২৬ হাজার ৪৯১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৪৮ জন। মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৬৯ জন। সুস্থ হয়েছেন ২১ হাজার ২৫৪ জন।