বড় চোরের বড় গলা চোখের সামনে দেখছি মোরা,
এই সমাজে চোর আছে ভদ্রবেশে নানান সুধীজনে।
অভাবের জ্বালায় চুরী করে,
ধরা পড়লে গন-পিটুনীতে মরে
রিক্সা চোরের ছেলে পড়ে এনজিওর এক স্কুলে
নেতা চোরের মেয়ে পড়ে ইউরোপ নামক বিদেশে।
গরু চোরের বৌএর নাকে ইমিটিশনের নাক ফুল
মন্ত্রী চোরের বৌএর শরীরে গহনায় ভরপুর।
ভাঙ্গারী চোরের মেয়ের বিয়ে হয় রিক্সাওয়ালার সাথে
বড় চোরের মেয়ের বিয়ে আরেকবড় চোরের সাথে।
মোবাইল চোরের বৌ এ কাজ করে গার্মেন্টসে
ভোট চোরের বৌএ এসি গাড়ীতে যায় মার্কেটে
এক চোরের গায়ের পোষাক দুর্গন্ধযুক্ত ময়লা,
অন্য চোররের গায়ের পোশাক সুগন্ধিময়, কেনা হাজার টাকায়।
এক চোরকে সমাজ ঘৃনাভরে নাম দেয় চোট্টা!
অন্য চোরের সমাজে নাম দেশপ্রমীকের বাচ্চা,
অবশেষে ভাই চলুন মোরা একসাথে প্রতিঙ্গা করি
বড় চোরদের চুরী দূর্নিতী সর্ব প্রথমে রুখী!
ছোট চোরদের কর্মসংস্হানে শিল্প প্রতিস্ঠান গড়ি।
নইলে বাংলা গোল্লায় যাবে,
ক্ষ্যাপা জয়-ধ্বনি।
লেখকঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত