করোনাভাইরাসের মহামারীতে সরকারি ত্রাণ ক্ষমতাসীনদের বাড়িতে ঘরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ ১০ এপ্রিল শুক্রবার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসকদের পিপিই প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘সরকারি রিলিফের ত্রাণগুলো চলে যাচ্ছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে। মন্ত্রীরা নেতা-কর্মীদেরকে বলছেন যে, মানুষের পাশে থাকবে। আর সরকারি ত্রাণ চলে যাচ্ছে তাদের বাড়িতে।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বৈশ্বিক করোনা মহামারি দুযোর্গ মোকাবিলায় আমাদের দেশের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। ৩১ ডিসেম্বর চায়না ওয়ারল্ড হেলথ অর্গানাইজেশনকে জানিয়েছে যে, একটা নতুন ধরনের ভাইরাস দেখা যাচ্ছে। এরপর থেকে যে ধরনের প্রস্তুতি রাখা দরকার ছিল সেই প্রস্তুতি বাংলাদেশে সরকার কোনোভাবে গ্রহণ করেনি। যদি করত তাহলে এখন আমরা যেটাকে গণসংক্রামণ বলছি সেই অবস্থায় দাঁড়াত না।’
রিজভী বলেন, ‘এ রকম মহাদুযোর্গের মধ্যে জাতীয় ঐক্য অপরিহার্য। কিন্তু যারা ক্ষমতায় থাকেন, যারা সরকার তাদের এই ঐক্যটাকে গড়ে তোলা আশু কর্তৃব্য। আমরা সেই দিক থেকে সেটা দেখেনি। বরং আমরা দেখেছি যে, উন্নয়নের জোয়ারের গল্প প্রতিদিন গণমাধ্যমে। আমরা মন্ত্রী-নেতাদের বক্তব্য দেখি যে, দেশ উন্নয়নে ভেসে যাচ্ছে। কিন্তু আমরা যে গুণগত শিক্ষা দরকার, আমাদের যে গুণগত হাসপাতাল দরকার সেগুলো কখনো আমরা সামনে আসতে দেখিনি। দেশে দেশে এরকম একনায়ক শাসন থাকলে এটা হয়।’