ঈশ্বরদী আলহাজ্ব ক্যাম্পএলাকার বাসিন্দারা স্বেচ্ছায় নিজ এলাকা লকডাউন করেছেন।
আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টায় আলহাজ্ব ক্যাম্পের চারটি প্রধান প্রবেশ পথ বাঁশ দিয়ে আটকে দেয়া হয়েছে। প্রবেশ পথে রাখা হয়েছে হাত ধোঁয়ার জন্য সাবান ও পানি। ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ইউসুফ আলী প্রধান নিজে উপস্থিত থেকে এলাকার চারটি প্রধান প্রবেশ পথসহ ছোট ছোট সকল প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন।
আলহাজ্ব ক্যাম্পের বাসিন্দা রেজাউল ইসলাম রাজু বলেন, মাইকে লকডাউনের ঘোষণা দেয়ার পর এলাকাবাসী সকল প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে। বাইরের মানুষ ও যানবাহন যেন এলাকায় ঢুকতে না পারে সেজন্য এলাকার যুবকরা প্রবেশ পথে পাহারা বসিয়েছেন।
খালেদ মাহমুদ বাবু বলেন, আমাদের এলাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে শিশু, নারী,পুরুষসহ প্রায় ১০ হাজার মানুষ বসবাস করেন। এলাকার মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে কাউন্সিলর ইউসুফ আলী প্রধান এলাকা লক ডাউনের ঘোষণা দিয়েছেন। লকডাউন ঘোষণার পর এলাকার মানুষ স্বস্তিবোধ করছেন।
পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ইউসুফ আলী প্রধান বলেন, গার্মেন্টস ছুটি ঘোষণার পর ঢাকা থেকে অনেকেই এলাকাতে আসতে শুরু করেছেন। ঢাকায় করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমন ঘটেছে। ফলে যারা ঢাকা থেকে আমাদের এলাকায় আসছেন তাদের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পরতে পারে। তাই ঢাকা এসে কেউ যেন আমাদের এলাকা আশ্রয় নিতে না পারে সেজন্য সকল প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি প্রবেশ পথে এলাকার যুবকরা পাহারা দিচ্ছে এবং যারা প্রয়োজনে বাইরে যাচ্ছেন তারাও সাবান পানি দিয়ে হাত ধুঁয়ে এলাকায় প্রবেশ করছেন।