প্রবাসে করোনাভাইরাসে কোন বাংলাদেশির মৃত্যু হলে পরিবারকে তিন লাখ টাকার সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি জানান, বাংলাদেশি পাসপোর্টধারী কেউ প্রবাসে করোনায় মারা গেলে তার পরিবার দ্রুত সময়ের মধ্যে এই সহায়তা পাবে। তবে অন্য দেশের পাসপোর্টধারী বা গ্রীণকার্ডধারীর ক্ষেত্রে এই সহয়তা প্রযোজ্য হবে না। আগে শুধু প্রবাসে বৈধ কর্মীর মৃত্যু হলে তার পরিবার এই সহায়তা পেত। এখন বৈধ ও অবৈধ সকল প্রবাসী এই সুবিধা পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্ত:মন্ত্রণালয় সভা শেষে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি কর্মী ফেরত আসার আশঙ্কা রয়েছে। যদি এমনটি হয়, তাহলে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। কোন প্রবাসী ফেরত আসলে তাকে অবশ্যই কোয়ারেন্টিনে থাকতে হবে।
দেশে আসা প্রবাসীদের জন্য সহজ শর্তে ও কম সুদে ঋণ দেয়া হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, প্রবাসীরা করোনাভাইরাসের কারনে কোন প্রবাসী দেশে ফিরে আসলে তাকে এই সহায়তা দেয়া হবে। এই টাকা নিয়ে প্রবাসীরা যাতে দেশে কিছু করতে পারেন, সেজন্য মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংক এই ঋণের ব্যবস্থা করবে বলেও জানান মন্ত্রী ইমরান আহমদ।
এসময় মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবির ও সহকারি একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন।