সাম্প্রতিক শিরোনাম

নিউইয়র্কে ২৪ ঘন্টায় আরও ৯ বাংলাদেশীর মৃত্যু

আমেরিকায় আবারও বাঙালির মৃত্যুর মিছিল শুরু হয়েছে। গত ৩ দিন মৃত্যুর সংখ্যা কম থাকলেও গত ২৪ ঘন্টায় আরও ৯ জন বাংলাদেশী করোনায় মৃত্যুবরণ করেছে। তারা নিউইয়র্কের বিভিন্ন বরোতে মৃত্যুবরণ করেন। এদের অধিকাংশের বয়স ষাট ঊর্ধ্ব। এ দিকে নিউইয়র্কে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমলেও সিটি গভর্নর এন্ড্রু কুমো লকডাউনের মেয়াদ বাড়িছেন। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ৬ জুন পর্যন্ত নিউইয়র্কে লকডাউন থাকবে।


এক দিন পরেই মা দিবস। মা দিবসে মাকে ফেলো না চার বছরের আয়দান। করোনায় কেড়ে নিলো আয়দানের মাকে। এতিম করে দিয়ে গেল আয়দানকে। জানা গেছে, আয়দানের মা তাসমিন নাওয়ার তমা প্রায় ২৮ দিন আগে অসুস্থ হলে তাকে নিউইয়র্ক স্টোনিব্রুক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি প্রতিনিয়ত করোনার সাথে লড়াই করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারেননি। গত ৯ মে রাত ১টা ৪০ মিনিটের সময় তাসনিম নাওয়ার তমা ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি… রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩০ বছর। তমার স্বামী নাজমুস সাকিব জানান, তমার সাথে তিনি ৭ বছর প্রেম করেন এবং ২০১২ সালে তারা বিয়ে করেন। বিয়ের পর প্রিয়তমা স্ত্রীকে নিউইয়র্ক নিয়ে আসেন এবং নিউইয়র্কের লংআইল্যান্ডে বসবাস শুরু করেন। চার বছর আগে তাদের সন্তান আয়দানের জন্ম হয়। ছোট্ট সুখের সংসার, ভালোভাবেই চলছিলো, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস; তাদের সেই সুখে আঘাত হানে করোনাভাইরাস। মা দিবসের একদিন আগে সন্তানকে মা হারা করলো করোনা। নাজমুস শাকিব বলেন, আজ থেকে আমার সন্তানটি এতিম হয়ে গেল। সকলে আমার সন্তানের জন্য দোয়া করবেন।

প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা শামসুদ্দিনের বড় ভাই, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদের মামা, এস্টোরিয়ার প্রবীণ প্রবাসী আলতাফ হোসেন ননী মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি গত ৯ মে সন্ধ্যা ৬টার সয় মাউন সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।

মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানা গেছে, তিনি ১৯৭১ সালে আমেরিকায় এসেছিলেন। তিনি পরিবার পরিজন নিয়ে এস্টোরিয়ায় থাকতেন। তিনি এস্টোরিয়ার আল আমিন মসজিদের নিয়মিত মুসল্লী ছিলেন। তার মৃত্যুতে বিয়ানীবাজার সমিতির সভাপতি মুকবুল রহিম চুনই, সাধারণ সম্পাদক মহিবুর রহমান, সাবেক সভাপতি আজিমুর রহমান বোরহান, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ শোক প্রকাশ করেন।

নিউইয়র্কে বসবাসকারী নূর উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর।

নিউইয়র্কের ব্রুকলীনে বসবাসকারী সাব্বির খান করোনায় আক্রান্ত হয়ে গত ৮ মে ব্রুকডেল হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, ১ ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
উল্লেখ্য, তার দেশের বাড়ি সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুরের তিলক গ্রামে।

নিউইয়র্কের কুইন্সে বসবাসকারী রাশেদা বেগম করোনায় আক্রান্ত হয়ে কুইন্সের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি.. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

নিউইয়র্কের কুইন্সে বসবাসকারী মোহাম্মদ এ সামাদ ৭৪ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে গত ৯ মে ইন্তেকাল করেছেন।

নিউইয়র্কে বসবাসকারী কাজী মোস্তফা করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়ছিলো ৭৭ বছর। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন রেখে গেছেন।
নিউইয়র্কের কুইন্স প্রবাসী মোহাম্মদ হক করোনায় আক্রান্ত হয়ে গত ৯ মে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। মৃত্যুকালে তিনি পরিবার পরিজন রেখে গেছেন।

নিউইয়র্ক প্রবাসী মাওলানা মুজাহিদ আলী ৭৮ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...