কুয়ালালামপুরের স্রি কেমবাংগান এলাকার তামান ইকুইন প্রজেক্টে পঞ্চাশ জন প্রবাসী শ্রমিক নিয়ে গত সাত মাস ধরে কাজ করতো বিদ্যুৎ মির্জা (মির্জা) ও জয় ওরফে জয়নাল।এক মাস আগে কাজ শেষ হয়ে গেলে তাদের শ্রমিক অন্য যায়গায় কাজে চলে যায় তাদের হাতে দু’মাসের বকেয়া বেতন রেখে। বকেয়া বেতন চলিত মাসের গত পাঁচ তারিখে শ্রমিকদের পরিশোধ করার কথা ছিল। চলিত মাসের পাঁচ তারিখে তাদের সাথে যোগাযোগ করা হলে তারা শ্রমিকদের নতুন করে দশ তারিখে বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দেয়।
বিদ্যুৎ মির্জা
গত দশ তারিখে তাদের সাথে যোগাযোগের চেস্টা করা হলে তাদের কারো সাথেই যোগাযোগ করা যায়নি।প্রবাসি শ্রমিকরা লোক মারফত জানতে পারে গত আট ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধ না করে বেতনের টাকা নিয়ে বাংলাদেশে পালিয়ে চলে গেছে তারা দু জন। এবিষয়ে তাদের সাথে যোগাযোগ করার চেস্টা করা হলে বাংলাদেশে তাদের সাথে কোন ধরনের কোনো যোগাযোগ করা যায়নি।তাদের সাথে কাজ করা প্রবাসি শ্রমিকরা হলেন-কামরুল হাসান, সাগর, ইমরান, সোহাগ, ওলি উল্লাহ, উজ্জ্বল, মিলন,রুহুল, নাজমুল, কাদের,কবির,আসাদুল,মোক্তার,স্বপন,ইমু,মোকারম,আরিফ, আওয়াল,বাবু,ফয়সাল, হাসান,আরিফুল,মহরম, রুবেল,আলি আজগর,জহির,নাম না জানা আরো অনেকেই মোট পঞ্চাম জন প্রবাসি দু মাসের বেতন ৪ হাজার রিঙ্গিত করে পাওনা মোট ২ লাখ রিঙ্গিত নিয়ে পালিয়েছে।
জয়
বিদ্যুৎ মির্জা টাংগাইল সদর থানা সিলমপুর ইউনিয়ন বউরা গ্রাম। জয় ওরফে জয়নাল তার পাসপোর্ট নাম্বার BQ0306932। কুমিল্লা জেলা মেঘনা থানা ইউনিয়ন ও গ্রাম গোবিন্দপুর।