প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবুল হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহারে বলেছিলেন তিনি বিজয়ী হলে আগামী ৫ বছরে ১ কোটি ২৮ লাখ কর্মসংস্থান সৃজনের পরিকল্পনা করা হবে। প্রতি উপজেলায় বছরে ১ হাজার যুব বা যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এর আগে জনসচেতনতা সৃজন করা হবে। ১ কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ২০১৭ এবং ১৮ সালে শুধু বগুড়া থেকে ৪৭ হাজার ২৮১ জনের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দ্যোগে জাপানের সাথে বাংলাদেশ সরকারের একটি নতুন শ্রম বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে।
২০১৯ সালের ২৭ আগস্ট টোকিওতে এই সহযোগিতামূলক মেমোরেন্ডাম স্বাক্ষর হয়েছে। বর্তমান বিশ্বের ১৭৩ টি দেশে ১ কোটি ২০ লাখের অধিক বাংলাদেশি কর্মী বিভিন্ন কাজে নিয়োজিত আছে। পৃথিবীর অনেক দেশের মোট জনসংখ্যাও এর অনেক কম।
ভূল ও অ’সত্য তথ্যের ভিত্তিতে বিদেশ গমন। সরকার নির্ধরিত অভিবাসন ব্যয় না জেনে দালালের মাধ্যমে উচ্চ অভিবাসন ব্যয়ে বিদেশ গমন। দক্ষতা অর্জনে অনিহা, প্রশিক্ষণ ছাড়া প্র’তারকের পাল্লায় না পড়া ইত্যাদি। জাপানের কর্মসংস্থানের জন্য টিটিসিগুলো স্বল্প খরচে ভাষা শিক্ষা দিচ্ছে।
কোনো দেশে কর্মসংস্থানের জন্য সেই দেশের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। ফ্রি ভিসা বলে কোনো কিছু নেই। প্রয়োজনী তথ্য না জেনে বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া উচিত নয়।