বাংলাদেশের কঠিন সিদ্ধান্তে অবশেষে
সৌদিতে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি এয়ারলাইনস বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করলেও বাংলাদেশ এয়ারলাইনসকে সৌদিতে ফ্লাইট পরিচালনা করতে দেয়নি। ফলে প্রবাসীরা নানান হয়রারির শিকার হয়, লোকসানের সম্ভাবনা দেখা দেয় বাংলাদেশ বিমানের। তারচেয়ে বড় কথা দেশের সম্মান। সেজন্য পাল্টা পদক্ষেপ হিসেবে গতকাল সৌদির সঙ্গে ঢাকার সবধরনের ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় সিভিল এভিয়েশন।
বাংলাদেশের এমন কঠিন সিদ্ধান্তে চটেছিলো জনগণ। কিন্ত বাংলাদেশের এই কঠিন পদক্ষেপে দৃশ্যপট পাল্টেছে রাতারাতি। ১ অক্টোবর থেকে সৌদিতে ফ্লাইট পরিচালনা করার অনুমতি দিবে সৌদি কতৃপক্ষ ।দেশের বৃহত্তর স্বার্থে কিছু কঠিন সিদ্ধান্ত নেয় সিভিল এভিয়েশন।
এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি না দেয়ায়, ঢাকা থেকে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণায়ের মাধ্যমে সৌদি সরকারকে জানানো হয়। তবে, চালু থাকে ঢাকা-সৌদি চার্টার্ড ফ্লাইট। তখন বাংলাদেশ বিমানকে নিয়মিত ফ্লাইট পরিচালনার অনুমতি না দেওয়ায় ঢাকা-সৌদি আরবের সমস্ত বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়।