আজ (১৬ ডিসেম্বর) বিজয়ের দিনে মালয়েশিয়ার হাইকমিশনে আওয়ামীলীগে জামাত বিএনপি’র অনুপ্রবেশ নিয়ে কথা বলায় হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে।
হামলার শিকার আতাউর রহমান আতাউর রহমান বাবু বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধার সন্তান। তিনি অনলাইন একটিভিস্ট গ্রুপ বিশ্ব আওয়ামী অনলাইন লীগের চীফ এডমিন। মালয়েশিয়া আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসেন (মুকুল) ও সদস্য, ব্রাউন সোহেল বাহিনীর মারপিটে আতাউর রহমান জয় বাবু মারাত্বক ভাবে আহত হয়ে বর্তমানে কুয়ালালামপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানাগেছে, আওয়ামীলীগে অনুপ্রবেশকারী এই হামলাকারীদের ব্যাপারে কেহ প্রতিবাদ করলে তাহাকে উল্টো পুলিশ দিয়ে ধরিয়ে দিবে বলে হুংকার দেয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মালয়েশিয়া আওয়ামীলীগের এক সদস্য জানান, ভাবতে অবাক লাগে বিজয়ের ৪৮ বছর পর দেশের গন্ডি পেরিয়েও মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনাদের সন্তানেরা আজ বিদেশের মাটিতেও নিরাপদ নয়। খন্দকার মোশতাক বাহিনীর এই দৌরাত্ম আজ কিসের জানান দিচ্ছে? আজ অনুপ্রবেশকারী নিয়ে কথা বলা যাবে না! রাজাকার যুদ্ধোপরাধীদের নিয়েও কথা বলা যাবে না! তাই যদি হয় আওয়ামীলীগের বর্তমান অবস্থান তা হলে ভয়াবহ বিপর্যয় যে অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না।
তিনি আরো জানান, এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার দাবী করছি।