সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪১’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করেন রিয়াদে বসবাসরত বিএনপি নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন আব্দুল হালিম, সভাপতি রিয়াদস্থ ফেনী জেলা বিএনপি। সঞ্চালনা করেন আব্দুল মালেক মানিক, সাধারন সম্পাদক রিয়াদস্থ ফেনী জেলা বিএনপি। প্রধান অতিথী ছিলেন আনোয়ার হোসেন রতন, প্রধান উপদেস্টা রিয়াদস্থ ফেনী জেলা।
বিশেষ অতিথী শামসুদ্দিন খোকন চেয়ারম্যান, সদস্য আহবায়ক কমিটি রিয়াদস্থ ফেনী জেলা বিএনপি, ফখরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, রিয়াদস্থ ফেনী জেলা বিএনপি, জাকির হোসেন ভূঁইয়া, সাবেক আহবায়ক রিয়াদস্থ ফেনী জেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন, শাহাদাত হোসেন যুগ্ম সাধারন সম্পাদক রিয়াদস্থ ফেনী জেলা বিএনপি, সেলিম সওদাগর, রিয়াদস্থ ফেনী জেলা যুবদল, ডন আরাফাত, সদস্য ধানমন্ডী থানা বিএনপি।
বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তির উপর জোর দেন। এটা সরকারের সাজানো মামলা উল্লেখ করে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি চান। ফেনী জেলা বিএনপির ঐক্যতে সন্তোষ প্রকাশ করে এই ঐক্য কাজে লাগানোর কথা বলেন বক্তারা। বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতির কথা উল্লেখ করে বক্তারা জানান বেগম জিয়ার মুক্তি না দিলে কঠোর আন্দোলনে যাওয়া হবে। অনুষ্ঠানে রিয়াদে অবস্থানরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুস্থান শেষে উপস্তিতির আতিথ্য ভোজের আয়োজন করা হয়।