সৌদি আরবের রাজধানী রিয়াদে সাফা মক্কা পলিক্লিনিকে অসুস্থ হয়ে ভর্তী হয় এক বাংলাদেশি। বিভিন্ন পরিক্ষা করে যখন অসুস্থ হওয়ার যথাযথ কারন জানা যায়নি আর লক্ষন করোনার সাথে মিলে যায় তখন COVID-19 পরিক্ষার জন্য স্থানীয় প্রশাসনকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
পরিক্ষা লব্ধ ফলাফলে COVID-19 Positive, Cov-19(+) আসে। ফলাফল গোপনে জেনে হাসপাতাল থেকে পালিয়ে যায় করোনায় আক্রান্ত সেই বাংলাদেশি। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মানুযায়ী তার ইকামা পূর্বেই সংগ্রহ করে রাখে। কিন্তু ইকামা সংগ্রহ না করেই পালিয়ে যান তিনি।
এই বিষয়ে সংক্রমনের ভয়ে স্থানীয়দের মাঝে ভীতি সঞ্চার হয়। স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ আক্রান্ত ব্যক্তিকে খোঁজা অব্যহত রেখেছে।