সাম্প্রতিক শিরোনাম

সৌদিতে দূতাবাসে না গিয়েই পাসপোর্ট নবায়নের বিশেষ সুবিধা পাবে বাংলাদেশিরা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা এমআরপি পাসপোর্ট নবায়ন করতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পরিবর্তে সৌদি পোষ্ট অফিস অথবা এক্সপেট্রিয়েট ডিজিটাল সেন্টার (ইডিসি) প্রবাসী সেবা কেন্দ্রের অফিসে নবায়ন করা যাবে।
এ উপলক্ষে বুধবার (২২ জানুয়ারি) রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ সাংবাদিকদের এসব কথা জানান। তিনি আরো বলেন; সৌদি আরবের রাষ্ট্রীয় ডাক বিভাগ সৌদি পোষ্টের ৩৪ টি, রিয়াদে অবস্থিত ইডিসির চারটি শাখার মাধ্যমে বাংলাদেশিরা খুব সহজে পাসপোর্ট নবায়ন করতে পারবেন।
তিনি বলেন, সৌদি সরকার ও বাংলাদেশের মধ্যকার বর্তমান সম্পর্ক অনন্য উচ্চতায়। আর সেই সম্পর্কের মাধ্যমেই সৌদি পোস্ট সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের এই বিশেষ সুবিধা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি অবস্থান করছে। তাই প্রধানমন্ত্রী চান কোনো ভাবেই যেনো ভোগান্তির শিকার না হয় বাংলাদেশিরা। এই দেশ থেকে অর্জিত রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখছে।
রাষ্ট্রদূত আরো জানান, প্রত্যেক ইডিসিতে সেবা সমূহের সার্ভিস চার্জের তালিকা রাখা আছে। বাংলাদেশিরা সে তালিকা দেখে সার্ভিস চার্জ জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে পারবেন। এই সংক্রান্ত আপনাদের যে কোনো অভিযোগ সরাসরি রিয়াদ বাংলাদেশ দূতাবাসেও জানাতে পারবেন। এ সময় মিশন উপ-প্রধান ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, হেড চ্যান্সারি ডক্টর ফরিদ উদ্দিন আহমদ, প্রেস উইং সচিব ফখরুল ইসলাম, পাসপোর্ট ও ভিসা উইং এর সচিব কাজী নুরুল ইসলাম সহ প্রবাসী সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...