সৌদি সরকার আজ এক বিজ্ঞাপনের মাধ্যনে প্রবাসীদের উদ্দেশ্য দেয়া এক বিজ্ঞপ্তিতে প্রবাসীরা নিরাপদ দূরত্ব বজায় রাখতে যেকোনো মাদ্রাসায় অবস্থান করতে পারবে। আর এটি বৈধ কিংবা অবৈধ যেকোনো প্রবাসীর জন্য প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের উদ্দেশ্য বলা হয় করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করার ফলে, সৌদি সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বলদিয়া কোম্পানি সহ বিভিন্ন বড় বড় কোম্পানির বাসস্থানে যারা একসঙ্গে অনেক লোকজন গাদাগাদি করে বসবাস করছেন। তাদের জন্য সৌদি সরকার মাদ্রাসা গুলোকে উম্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
সৌদি আরবের মোট ১৩ টি প্রদেশের ৪৭ টি শিক্ষা বোর্ডের অধীনে ৩৩১৩ টি মাদ্রাসা ভবন নির্ধারণ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এসব ভবনে প্রবাসীদেরকে অস্থায়ী ভাবে বসবাসের সুযোগ দেয়া হবে। ইতিমধ্যে বড় বড় শহরে এ কার্যক্রম চালু হয়েছে।