সৌদিতে বাংলাদেশি অনিয়মিত ইমাকাধারীদের আউটপাশ প্রোগ্রাম চালু হয়েছে। এর ফলে যাদের রেসিডেন্সি মেয়াদ শেষ হয়েছে কিংবা তারা রেসিডেন্সি কার্ড পান নি অথবা কোম্পানির লাইসেন্স জনিত যেকোনো সমস্যা আছে তারা এই প্রোগ্রামের আওতায় সহজে দুতাবাসের মাধ্যমে আবেদন করে দেশে গিয়ে আবার ফেরত আসতে পারবেন।
কিন্তু যাদের রেসিডেন্সি জনিত যেকোনো মামলা বিদ্যমান(হুরুপ) তারা এই প্রোগ্রামের আওতাধীন নয়। উক্ত মামলা নিষ্পত্তির পরেই দুতাবাসের মাধ্যমে এই সুবিধা পেতে পারেন তারা।
সৌদি আরবের রিয়াদস্ত বাংলাদেশ দুতাবাসের এক কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, সৌদি এবং বাংলাদেশের বিদ্যমান সুসম্পর্ক এখন অনন্য উচ্চতায়। তারই অংশ হিসেবে এই বাংলাদেশিদের জন্য যাদের আকামা(রেসিডেন্সি) জনিত সমস্যা আছে অর্থাৎ সে সমস্যার জন্য ব্যক্তি নিজে দায়ী নয় তাদের জন্য শর্ত শিথিল করেছে সৌদি লেবার কোর্ট। বাংলাদেশ সরকারের সুনীপুণ পররাষ্ট্রনীতির কারনে সৌদি সরকারের সাথে বিদ্যমান সম্পর্ক ক্রমে উন্নত ও শক্তিশালী হচ্ছে।
যেভাবে এই সুবিধা পাবেনঃ
সৌদি আরবের এলাকা সমূহ দুই ভাগে বিভক্ত বলা যায়, এক ভাগ বাংলাদেশ দুতাবাস রিয়াদ এর আওতাধীন, অন্যভাগ বাংলাদেশ কন্স্যুলেট জেদ্দা এর আওতাধীন। যাদের হুরুব নেই, ইকামা মেয়াদহীন বা ইকামা হয়নি, এবং নিয়োগকর্তার ধরন কোম্পানি বা মুয়াসসাসা তারা বর্তমান সুযোগে দেশে যেতে পারবেন এবং পরবর্তিতে নতুন ভিসায় আসতে পারবেন।
এই সুযোগ নেয়ার জন্য কোম্পানি/মুয়াসসাসা যে এলাকার ঠিকানায় সেই এলাকার দুতাবাস/কন্স্যুলেটের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশ দুতাবাস রিয়াদ আজ হতে দুতাবাস ভবনে আবেদন গ্রহণ শুরু করেছে। একই ভাবে দাম্মাম অঞ্চলেও দুতাবাস প্রতিনিধিদের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে। দুতাবাসের আওতাধীন অন্যান্য অঞ্চলে পরবর্তিতে তারিখ ঘোষণা করে আবেদন জমা নেবে দুতাবাস কর্তৃপক্ষ। অপরদিকে বাংলাদেশ কন্স্যুলেট জেদ্দা এখনো আবেদন জমা নেয়া শুরু করেনি, যথাশীঘ্র শুরু করবে। জেদ্দা কন্স্যুলেটে যোগাযোগের নম্বরঃ 8002440051, 0553451289।