সাম্প্রতিক শিরোনাম

সৌদিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত পুলিশের সদ্য বিদায়ী আইজিপি জাবেদ পাটোয়ারী

বাংলাদেশ পুলিশের সদ্য বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার) সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। গত সোমবার(১৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো: অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী ড.জাবেদ পাটোয়ারীর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ১৫ এপ্রিল ২০২০ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তাকে নিয়োগ করা হয়েছে। ড. জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার) ২০১৮ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশ পুলিশের ২৯ তম আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। চলতি বছরের ১৩ এপ্রিল তার চাকরি জীবনের ছিল শেষ দিন।

পুলিশ প্রধান থাকাকালীন তিনি ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণের মাধ্যমে পুলিশকে নিয়ে জনতার কাছে নিয়ে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘জনগণের পুলিশ’ বাস্তবায়নে তিনি কাজ শুরু করেন।

এবারের পুলিশ সপ্তাহের মূল থিম ছিল- মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। আর এই রূপকল্প বাস্তবায়নে পুলিশের বিদায়ী মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) বিশদ কর্মপরিকল্পনা হাতে নেন। জনবান্ধব পুলিশিংকে অর্থবহ ও সফল করতে তিনি বিদ্যমান বাস্তবতার গভীরে আলোকপাত করেছিলেন।

ড. জাবেদ পাটোয়ারীর মতে, ‘দেশের প্রতিটি থানার ওসি যদি ভালো হন তবেই সাধারণ মানুষ পুলিশের কাছে কাঙ্ক্ষিত ও উন্নত সেবা পাবে। তখনই পুলিশ হবে জনতার।’ এই ধারণাকে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার মাঝে ছড়িয়ে দিতেই ‘আইজিপি-ওসি’ ‘ওয়ান টু ওয়ান’ কন্টান্ট হয়েছে। ইতোপূর্বে যা কখনও হয়নি।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও একই লক্ষ্যে ভূমিকা রেখেছেন। গড়ে তুলেছেন টিমওয়ার্কের নতুন রোল মডেল। পরিবর্তন সূচিত হয়েছে পুলিশের কার্যক্রমে। সত্যিকার অর্থেই বদলে যাচ্ছে পুলিশ।

পুলিশ সদস্যদের বদলির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার চেয়ে পেশাগত দক্ষতা, মেধার গুরুত্ব দিয়েছেন বিদায়ী এ পুলিশ প্রধান। অপরাধ করলে যথাযথ শাস্তির মাধ্যমে পুলিশ বাহিনীর শৃঙ্খলা নিশ্চিতেও কাজ করেছেন জাবেদ পাটোয়ারী। অতীতে পুলিশের চাকরি বাণিজ্যের নজিরবিহীন অভিযোগ ছিল। কিন্তু আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর জামানায় গত দুই বছরে দু’টি কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার রেকর্ড গড়ে পুলিশ। ঘুষ বাণিজ্য বা তদবিরের জোরে নয়, গরিব ও অসহায় পরিবারের সন্তানদের চাকরি জুটে কেবলমাত্র মেধা ও যোগ্যতার নিরিখেই।

কোনো প্রকার অর্থ লেনদেন, দুর্নীতি, অনিয়ম ও তদবির ছাড়াই স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগে অকপটে কমপক্ষে তিনবার নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আগে পুলিশের দুর্নীতি নিয়ে সরব ছিল। সাম্প্রতিক সময়ে টিআইবিরও পুলিশ সম্পর্কে যেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। দেশের সাধারণ মানুষ, সুশীল সমাজ, নাগরিক নেতৃবৃন্দ, সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে এখন পুলিশ পজেটিভ।

জনগণের পুলিশ, মানবিক পুলিশ হচ্ছে পুলিশ সম্পর্কে বিদ্যমান ধারণাকে পাল্টে দেওয়ার চ্যালেঞ্জ। এলক্ষ্যে কাজ করতে গিয়ে পুলিশ ইদানিং অর্জন করেছে জনগণের ইতিবাচক মূল্যায়ন। উন্নত বিশ্বের পুলিশের সাথে এবং পরিবর্তিত বিশ্ব ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ পুলিশ যুগান্তকারী পরিবর্তন ধারার সূচনা করেছে।

পুলিশ বাহিনীর অগ্রযাত্রার সূচনায় আইজিপি ড. জাবেদ সাসটেনেবল পুলিশিং ব্যবস্থার গোড়াপত্তন করেছেন। বাহিনীর প্রতিটি সদস্যকে সচেতন ও সক্রিয় করেছেন। অতীতের তুলনায় কর্মকাণ্ডে এখন ‘মানবিক পুলিশে’ পরিণত হয়েছে পুলিশ বাহিনী।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...