সৌদি আরবের রিয়াদে নকল সিমকার্ড তৈরী ও বিক্রির অপরাধে ৬ জন বাংলাদেশী প্রবাসীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আটকের সময় তাদের সাথে বিপুল পরিমানে নকল সিমকার্ড পাওয়া যায়, এবং তারা বর্তমানে রিয়াদ পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃতদের সকলের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) রিয়াদ পুলিশ বিভাগের মুখপাত্র লেঃ কর্ণেল শাকের আল-তোয়াইজরি গণমাধ্যমকে জানান, আটককৃত বাংলাদেশী প্রবাসীরা গোপনে কয়েকজন সৌদি আরবের নাগরিক ও অন্যান্য প্রবাসীদের পরিচয়পত্র তাদের অজান্তেই ব্যবহার করে নকল সিম তৈরী করে তা বিভিন্ন অসাধু চক্রের কাছে বিক্রি করতো।
তিনি আরো জানান, “অভিযুক্তদের গ্রেফতার করার সময় তাদের কাছ থেকে বিভিন্ন টেলিকম কোম্পানির ৫৭৭টি সিমকার্ড, অজ্ঞাতনামা অনেক মানুষের ফিঙ্গারপ্রিন্ট ও আইডি কার্ডের প্রিন্টেড কপি, একটি ল্যাপটপ, প্রিন্টার, ও বারকোড রিডার জব্দ করা হয়েছে।”