৩রা জুলাই রোজ শুক্রবার সৌদি আরবের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে দেশটিতে এ পযন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ এক হাজার আট শত এক জনে। এবং এ পযন্ত সৌদি আরবে সর্বমোট মৃত্যুবরণ করেছেন( ১৮০২জন) এক হাজার আট শত দুই জন। দেশটিত এ পযন্ত সর্বমোট সুস্থ হয়েছেন (১৪০৬১৪) জন, অর্থাৎ এক লক্ষ চল্লিশ হাজার ছয় শত চৌদ্দ জন।এ পযন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন (১০৮৮১২৮১ জন) দশ কোটি, আট লক্ষ, একাশি হাজার, দুই শত একাশি জন মানুষ।সারা বিশ্বে সর্বমোট সুস্থ হয়েছেন ( ৫৭৬৭৪১০জন) অর্থাৎ পাঁচ কোটি,সাত লক্ষ, সাতষট্টি হাজার চার শত দেশ জন মানুষ।
এবং সারা বিশ্বে সর্বমোট মৃত্যুবরণ করেছেন ( ৫,২১,৬৬৯)জন । অর্থাৎ পাঁচ লক্ষ,একুশ হাজার, ছয় শত ঊনসত্তর জন মানুষ।
সৌদি আরবের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তর ও সৌদি সরকারের দুরদর্শী স্বাস্থ্য ব্যাবস্থাপনার কারণে সারা বিশ্বের দেশগুলোর তুলনায় সৌদি আরবে করোনায় আক্রান্তের অনুপাতে সুস্থতার হার অনেক বেশী।
তবে এ-র মধ্যে অত্যন্ত পরিতাপের বিষয় সৌদি আরবে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ১৮০২ জন তারমধ্যে বাংলাদেশী প্রবাসীর সংখ্যা প্রায় চারশোর ও বেশী। এবং প্রবাসী বাংলাদেশী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় পঁচিশ হাজারে।
সৌদি সরকারের স্বাস্থ্য অধিদপ্তর সৌদি আরবে যতগুলো দেশের নাগরিক কর্মসংস্থান নিয়ে সৌদি আরবে অবস্থান করছেন তাদের প্রত্যেক দেশের দূতাবাসের মাধ্যমে তাদের নিজ নিজ ভাষায় অনলাইনের মাধ্যমে প্রচার প্রচারণা চলিয়ে যাচ্ছেন, তারপরও প্রবাসীরা এসব নিয়মনীতির তোয়াক্কা না করার কারনেই বেশী আক্রান্ত হচ্ছেন।বিশেষ করে বাংলাদেশী প্রবাসীরা স্বাস্থ্যবিধি না মানার কারনেই বেশী আক্রান্ত হচ্ছেন এবং অনেক প্রবাসী জরিমানার ও সম্মুখীন হয়েছেন এবং অনেক করনোর সাথে সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য রোগের কারনে মৃত্যুবরণ করেছেন।