আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরাতে চলতি মাসের বাকি কয়েকদিনের মধ্যে আরো চারটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (২৬ অক্টোবর) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে যারা সৌদি আরব থেকে দেশে এসেছিলেন তাদের ফেরাতে এসব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। চলতি মাসের শেষেই চারটি ফ্লাইট পরিচালিত হবে।