সৌদি প্রবাসীদের নতুন ভিসা রবিবার থেকে দেবে দেশটির সরকার। এদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়ানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. মো. আব্দুল মোমেন এ তথ্য জানান।
তিনি বলেন, শ্রমিকদের ভ্রমণ নিশ্চিতে বিশেষ ফ্লাইটের অনুমতি দিয়েছে সৌদি সরকার।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিয়াদ ও জেদ্দায় সপ্তাহে বিমানের ৪টি বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, কর্মস্থলে যেতে গত কয়েকদিন থেকে উড়োজাহাজের টিকিটের পেছনে ছুটেছেন সৌদিপ্রবাসী শ্রমিকরা।
দফায়-দফায় সড়ক অবরোধ আর মন্ত্রণালয়ে ছুটোছুটি করে আকুতি জানিয়েছেন টিকিটের জন্য।
এমন পরিস্থিতিতে দেশে আটকাপড়াদের কাজের অনুমতিপত্র ও ভিসার মেয়াদ বাড়াতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ।
চিঠিতে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে, আকামা কিংবা ভিসা, বাংলাদেশের নাগরিকদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাসের জন্য যেন বাড়ানো হয়।