ঢাকা সহ সারাদেশে বিভাগীয় ব্যুরো চীফ, জেলা ও স্টাফ রিপোর্টার নিয়োগ

সৎ, সাহসী নতুন তরুণ-তরুণীদের নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।
সিভি মেইল করুনঃ samprotik@hotmail.com

আধুনিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে সংবাদ পরিবেশনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ নিয়ে সাম্প্রতিক সংবাদ বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, গ্রামে-গঞ্জে ঘটে যাওয়া দৈনন্দিন ঘটনাবলী যা মানুষের দৃষ্টি ও উপলব্ধিতে নাড়া দেয় এরূপ ঘটনা যেমন, শিক্ষা,স্বাস্থ্য, পরিবেশ, সামাজিক উন্নয়ন, অপরাধ, দুর্ঘটনা ও অন্যান্য যে কোন আলোচিত বিষয়ের দৃষ্টি নন্দন তথ্য চিত্রসহ সংবাদ পাঠিয়ে সাংবাদিক হিসেবে নিজেকে আত্ম প্রকাশ করুন।

প্রতি মুহুর্তের খবর মুহুর্তেই পাঠকের মাঝে পৌছে দেয়ার লক্ষ্য কাজ করে যাচ্ছে একঝাঁক সাহসী তরুণ সংবাদ কর্মী। এরই ধারাবাহিকতায় স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ সহ দেশের বাহিরে বিভিন্ন দেশে সংবাদদাতা নিয়োগ দেয়া হচ্ছে।

বিদেশের মাটিতে অবস্থানরত লেখা-লেখিতে আগ্রহী যে কোনো বাংলাদেশীও প্রবাসী নাগরিক “Samprotik.Com.BD” এর সংবাদদাতা/প্রতিনিধি হিসেবে আবেদন করতে পারেন।

পদবীসমূহঃ প্রতিটি বিভাগের জন্য ব্যুরো প্রধান, জেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার।

যোগ্যতা: ১. বিচক্ষণতা, বস্তুনিষ্ঠতা, নিয়মানুবর্তিতা , দায়বদ্ধতা, সাহসিকতা, যোগাযোগে সক্ষম, বাংলা লেখায় দক্ষ, ভালো মানের ছবি/ভিডিও সংগ্রহে দক্ষ।

শিক্ষাগত যোগ্যতাঃ –

নির্বাচিত প্রতিনিধির বর্তমান সুযোগ-সুবিধাঃ

১। সাম্প্রতিক সংবাদ কতৃপক্ষ কর্তৃক চুড়ান্ত প্রতিনিধিদের নিয়োগ করার ০১(এক) মাস তাদের রিপোর্ট নিয়ে পর্যালোচনা করবে।

২। সিনিয়ারিটি ও দক্ষ অনুযায়ী সাম্প্রতিক সংবাদ এর প্রতিনিধি পদ প্রদান করা হবে।

৩। ০৩/০৬ মাস এর মধ্য ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের সাম্প্রতিক সংবাদ এর আইডি কার্ড প্রদান করা হবে।

৪। অন্যান্য সুযোগ-সুবিধা সময় অনুযায়ী নোটিশ আকারে জানানো হবে।

যা যা লাগবেঃ এক কপি সদ্য তোলা ছবি সহ আপনার CV/Resume টি আমাদের email ঠিকানায় পাঠান।

আপনার নিজের লেখা একটি নমুনা সংবাদ পর্যালোচনার জন্য CV/Resume এর সাথে পাঠাতে হবে।

ভোটার আইডি কার্ডের/জন্মনিবন্ধনের/পাসপোর্টের ১ম অংশ ও ২য় অংশ উভয় পাশ Scan করে একই মেইলএ পাঠাতে হবে অথবা জন্ম নিবন্ধনের Scan কপি পাঠাতে হবে।

ভালো ছবি/ভিডিও সংগ্রহ যারা করতে পারে এবং বাংলা লেখায় দক্ষ তাদের অগ্রাধিকার দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

ফোনঃ +966500708259(Whatsapp/Imo/Viber)
সিভি মেইল করুনঃ samprotik@hotmail.com নিউজ পাঠানঃ news.samprotik@yahoo.com