কুবি প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাজার তৈরী হয়েছে হ্যান্ড স্যানিটাইজার তীব্র সংকট। এতে এগিয়ে এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ।
১৫ মার্চ ( রবিবার) ফার্মেসী বিভাগের ল্যাবে শিক্ষক, শিক্ষার্থী ও ল্যাব সহকারীর সহযোগিতায় প্রাথমিকভাবে প্রায় ৩০০ হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতে নেতৃত্ব দিচ্ছেন বিভাগের শিক্ষকবৃন্দ।
এ ব্যাপারে জানতে চাইলে বিভাগীয় প্রধান সৈয়দ কৌশিক আহমেদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী হ্যান্ড স্যানিটাইজারের দাম বৃদ্ধি কিংবা সংকট তৈরী করছে। ফার্মেসী হেলথ রিলেটেড সাবজেক্ট হওয়ায় দায়বদ্ধতার জায়গা থেকে জনস্বার্থে আমরা এমন উদ্যোগ গ্রহণ করেছি। তবে আর্থিক সংকটে ব্যাপক পরিসরে করা সম্ভব হচ্ছেনা। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেলে আমরা বড় পরিসরে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করতে পারব।
এ প্রসঙ্গে উপাচার্য ড.এমরান কবির চৌধুরী বলেন, ফার্মেসী ডিপার্টমেন্টের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ফার্মেসী বিভাগের আরো হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করার জন্য যত আর্থিক সহযোগিতার প্রয়োজন হবে,তা বিশ্ববিদ্যালয় বহন করবে।