সাম্প্রতিক শিরোনাম

কুবির রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাব ’ এর ২০২০-২১ রোটাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৩০ জুন (মঙ্গলবার) রাত ১১ টার পর ২০১৯-২০ রোটাবর্ষের শেষ মিটিংয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

অনলাইন ভোটের মাধ্যমে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোটার‌্যাক্টর আমিনুল ইসলাম সভাপতি ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রোটার‌্যাক্টর মো. আশরাফুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, আইন বিভাগের শিক্ষার্থী রোটার‌্যাক্টর দেবব্রত রায় চৌধুরী সহসভাপতি ০১, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রোটার‌্যাক্টর মো. রাসেল সহসভাপতি ০২, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রোটার‌্যাক্টর মো. মাসুদ হাসান, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রোটার‌্যাক্টর ইশতিয়াক আহমেদ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী রোটার‌্যাক্টর আ. ন. ম. তোহা যুগ্ম -সাধারণ সম্পাদক ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম(এ আই এস) বিভাগের রোটার‌্যাক্টর মোছা. কুলসুম আক্তার কোষাধ্যক্ষ মনোনিত হন।

কমিটিতে মনোনিত অন্যান্য সদস্যগণ হলেন: আইপিপি- ( ক্লাব ট্রেইনার) রোটার‌্যাক্টর ফায়সাল আহামেদ , পিপি রোটার‌্যাক্টর আসাদুজ্জামান রুবেল। ক্লাব সার্ভিস ডিরেক্টর- রোটার‌্যাক্টর মো. মাসুম বিল্লাহ ও রোটার‌্যাক্ট মো. শাহজালাল ,কমিউনিটি সার্ভিস ডিরেক্টর মো. জাবের এলাহি , প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিস ডিরেক্টর- রোটার‌্যাক্টর মোহন চক্রবর্তী ও রোটার‌্যাক্টর মো. আনিসুর রহমান( অতিরিক্ত) , ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর – রোটার‌্যাক্টর সজিব মন্ডল , এডিটর এন্ড আইটি ডিরেক্টর- রোটার‌্যাক্টর মো: ফজলে রাব্বি, চীফ সার্জেন্ট রোটার‌্যাক্টর মারুফ হাসান সরকার , সার্জেন্ট এট আর্মস – রোটার‌্যাক্টর মোঃ ওয়াসিম আকরাম।

নবনির্বাচিত সভাপতি রোটার‌্যাক্টর আমিনুল ইসলাম বলেন, ‘আমি প্রতিষ্ঠাকালীন সভাপতি হতে শুরু করে সকল প্রেসিডেন্টদের কাছে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ আমাদের ক্লাবের সকল মেম্বারদের কাছে। আমিও আরও বেশি কৃতজ্ঞ সভাপতি ফয়সাল ভাই এবং সাধারণ সম্পাদক মামুন ভাইয়ের কাছে। আমার ইয়ারে আমার মেইন ফোকাস থাকবে ক্লাব মেম্বারদের পারসোনাল ডেভেলপমেন্টের উপর। কাজেই এ ইয়ারে রায়লা, আর.টি.সি. সহ প্রফেশনাল ইভেন্টগুলো বেশি হবে। এছাড়াও অতীত দিনগুলোর মতো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা, ক্যাম্পাসে বৃক্ষরোপণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ সহ সমাজের অবহেলিত শিশুদের জন্য প্রজেক্টসহ বিভিন্ন পরিকল্পনা আছে। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনাকরছি। ‘

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে নিজেদের মান উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে অংশগ্রহণ করে আসছে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...