ইবি প্রতিনিধিঃ
আসন্ন ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)শ্রেনীর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম এর সভাপতিত্বে, উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ সহ বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা নিয়ে বিভাগসমূহের মতামত নেয়া হয়।অধিকাংশ বিভাগ সমন্বিত পরীক্ষার বিপক্ষে মত দেওয়াই পূর্বের প্রচলিত নিয়মে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয় এবং পরবর্তীতে সভা করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়।