রিপন চন্দ্র, রাবি প্রতিনিধিঃ মহামারি করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলছে আগামী সোমবার (১জুন)।
আজ শনিবার (৩০ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আব্দুল আলীম। তিনি বলেন, ‘সীমিত পরিসরে আগামী ১ জুন থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘বিশ্ববিদ্যালয় খুললেও শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু প্রশাসনিক কার্যক্রম চলু করা হবে। প্রশাসন ভবনের গুরুত্বপূর্ণ কিছু শাখা যেমন- উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ দফতর, হিসাব শাখা, প্রকৌশল শাখা ইত্যাদি স্বাস্থ্যবিধি মেনে চালু করা হবে।’
এর আগে শুক্রবার (২৯ মে) প্রথম দফায় বৈঠকে বসেন প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা। সেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র লিখিত নির্দেশনা অনুযায়ী ১৫ জুনের আগে ক্যাম্পাস না খোলার সিদ্ধান্ত গ্রহণ করেন তাঁরা।
তবে পরবর্তীতে ইউজিসি তাদের আগের জারিকৃত প্রজ্ঞাপন প্রত্যাহার করে নেয়। ইউজিসি’র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করা হয়- ক্যাম্পাস খোলার বিষয়ে স্ব স্ব বিশ্ববিদ্যালয় পরিস্থিতি বিবেচনা করে নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করবে।
ফলে কয়েক ঘণ্টার ব্যবধানে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে রাবি কর্তৃপক্ষও। তারা পুনরায় শনিবার (৩০ মে) প্রশাসনের শীর্ষ স্থানীয় কর্তাদের নিয়ে বৈঠকে বসেন। সেখানে ক্যাম্পাস খোলা নিয়ে সৃষ্ট ধোঁয়াশার অবসান ঘটে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ১২ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…
Leave a Comment