কুবি প্রতিনিধি: করোনায় স্থবির সারাদেশ। করোনার ফলে খেটে খাওয়া মানুষের জীবন যাত্রা হয়ে উঠেছে সংকটাপন্ন। দেশের এরূপ পরিস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্ভোগে পড়া অসচ্ছল ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন।
আজ ২৯ এপ্রিল (বুধবার) বিশ্ববিদ্যালয় এলাকার প্রায় অর্ধশতাধিক অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ড. মো. শামিমুল ইসলামের নির্দেশে এবং প্লাটুন ইনচার্জ ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) তন্ময় কুমার সরকারের প্রত্যক্ষ তত্বাবধানে বিএনসিসি কুবি প্লাটুন এবং এক্স- ক্যাডেট এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়।
ক্যাডেট ও এক্স-ক্যাডেটদের আর্থিক সহযোগিতা এবং বিএনসিসির ফান্ড থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে অস্বচ্ছ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ক্যাডেট আশরাফুল ইসলাম, এক্স- ক্যাডেট কর্পোরাল আব্দুল মোমিন, এক্স- ক্যাডেট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও এক্স- ক্যাডেট সার্জেন্ট মোঃ নিজাম উদ্দিন সহ আরো অনেকে।