সাম্প্রতিক শিরোনাম

প্রজ্ঞাপন প্রত্যাহার ইউজিসি’র, রাবি ক্যাম্পাস খোলার ব্যাপারে বৈঠক আজ


রিপন চন্দ্র, রাবি প্রতিনিধিঃ মহামারি করোনা ভাইরাসের কারণে ১৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে নিজেদের জারিকৃত প্রজ্ঞাপন প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি থেকে মৌখিকভাবে জানানো হয়েছে, কবে থেকে ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম শুরু করবে, তা স্ব স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নেবে।

এদিকে, ২৪ ঘণ্টার ব্যবধানে ইউজিসির দুই রকম নির্দেশনায় বিপাকে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। ১৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশনা দিয়ে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে শুক্রবার (২৯ মে) বিকেলে অনির্ধারিত বৈঠক করে রাবি প্রশাসন।

বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত হয়- ইউজিসির নির্দেশনা অনুযায়ী ১৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকবে। বৈঠক শেষে উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা গণমাধ্যমকে জানিয়েছিলেন- ‘আগামী ১৫ জুনের আগে ক্যাম্পাস খোলা হচ্ছে না।’

ইউজিসি সিদ্ধান্ত থেকে আসার বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা জানান, ‘একবার তো বৈঠকে আমরা সিদ্ধান্ত নিলাম- ইউজিসির নির্দেশনা মেনে ১৫ তারিখ পর্যন্ত ক্যাম্পাস খুলবো না। কিন্তু এখন তো ভিন্ন নির্দেশনার কথা শুনছি।’

তিনি আরও বলেন, ‘নতুন করে ইউজিসি চেয়ারম্যান বলেছেন, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে, তারা কবে ক্যাম্পাস খুলবে। ফলে রাবি ক্যাম্পাস খোলার বিষয়ে শনিবার (৩০ মে) ফের উপাচার্য আমাদেরকে ডেকেছেন। সেখানে পুনরায় বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...