রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভারতের দিল্লিতে বিজেপি ও আরএসএস কর্তৃক চলমান সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সাংস্কৃতিক সমাবেশ করা হয়েছে। আজ (১ মার্চ) সকাল ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রাজশাহী
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর বলেন, দিল্লির এই দাঙ্গা শান্তিপূর্ণ ভারতে হিন্দুত্ববাদী শাসন প্রতিষ্ঠার একটা অপচেষ্টা। তারা চাইছে দেশের অসাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হোক। তাই তারা বেছে বেছে মুসলমানদের উপর
নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। তবে ভারতের এই বিষবাষ্প যেন কোনভাবেই বাংলাদেশে কেউ ছড়াতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।
তীর্থক নাটকের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব ইমন বলেন, এই দাঙ্গায় দিল্লি নয়, পুড়ছে মানবতা। আধুনিকতার যুগে ভারতের মত একটা দেশে সাম্প্রদায়িক গণহত্যা আসলেই বিশ্বমানবতাকে মর্মাহত
করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক অমিত কুমার দত্ত বলেন, দেশে সাম্প্রদায়িক দাঙ্গা যত বাড়বে
সরকারের শক্তিও তত বাড়বে।
এ দাঙ্গা আসলে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা নয়, এটি মূলত তাদের অভ্যন্তরে উদ্ভূত আন্দোলনকে চাপা দেওয়ার একটা কৌশল। মানববন্ধনে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমারের সঞ্চালনায় বক্তৃতা রেখে সমাবেশে একাত্মতা প্রকাশ করেছেন অ্যসোসিয়েশন ফর কালচার অ্যান্ড এডুকেশনের সম্পাদক মেহেদী হাসান মুন্না, বিপ্লবী ছাত্র-মৈত্রী’র সাধারণ সম্পাদক রঞ্জু, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোর্শেদুল আলমসহ প্রমূখ। কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক সাংস্কৃতিক কর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।